লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় অন্তর সরকার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অন্তর সরকার ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের পুত্র। এ দুর্ঘটনায় আরেক আরোহী আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি এক মোটরবাইকে দুই আরোহী পর্যটক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় তাদের পেছনে কয়েকটি গাড়ি ছিল। এসবের মধ্যে কোন একটি গাড়ি অন্তর সরকারকে চাপা দেয়। এতে তার মুখমন্ডল বিকৃত হয়ে যায়। স্থানীয়রা আহত অপর বাইক আরোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
ধারণা করা হচ্ছে, লবণ পানিতে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ কারণে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম জানান, কক্সবাজার থেকে গন্তব্যে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।