লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় মো. আজিজুর রহমান (৫২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজুর রহমান ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গত ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুর রহমান গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দেয়। পরে পুলিশ তাকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার গ্রেপ্তার মৎস্যজীবী লীগ নেতা আজিজুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।