লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় মহাসড়কের পাশ থেকে কাটা হয়েছে রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের নয়াপাড়া থেকে এ গাছগুলো কাটা হয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে এসব গাছ কেটে নেওয়া হয়েছে। গাছের গোড়ালিগুলো এর প্রমাণ দিচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে গাছগুলো কাটা হয়েছে। গাছগুলোর বয়স অর্ধশত বছরের অধিক। এভাবে অকারণে গাছ কেটে নেওয়ায় পরিবেশের ক্ষতি হয়েছে। শত শত পাখি হারিয়েছে আশ্রয়। লাখ লাখ টাকা রাজস্ব হারিয়েছে সরকার। স্থানীয় নুরুল হাকিম ও মো. মাহাবুব নামে দুই ব্যক্তি গাছগুলো বিক্রি করেছেন। পরে গাছ ব্যবসায়ী এসে গাছগুলো দিন-দুপুরে নির্বিঘেœ কেটে নিয়েছেন। তবে অভিযুক্তদের দাবি সওজ’র জায়গা হলেও গাছগুলো তারা রোপণ করেছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুবাস চন্দ্রশীল জানান, এ বিষয়ে তাকে কেউ অবগত করেননি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।