লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আনোয়ার হোসেন (২৪) নামে এক শ্রমিক গুরতর আহত হয়েছেন। গতকাল রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রশিদের পাড়া (মুন্সি পাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেন একই ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দয়ার পাড়ার আবদুল আজিজের পুত্র।
স্থানীয়রা জানান, কয়েকদিন যাবত ওই এলাকার আব্বাস টাওয়ারের তৃতীয় তলায় নির্মাণ শ্রমিকরা কাজ করছিল। ঘটনারদিন ভবনের তৃতীয় তলার বাইরে বাঁশের ভেড়ি বেঁধে প্লাস্টারের কাজ করছিল শ্রমিক আনোয়ার। এই সময় হঠাৎ অসাবধানতা বশতঃ পা ফসকে তিনি নিচে পড়ে যান। এতে সে গুরতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভবনে কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক গুরতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন।