লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আদালতে বিচারাধীন জমি দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ২৮ জুন বিকালে উপজেলার দরবেশহাট এলাকার একটি প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের জমির মালিক ছকুমতাজ সহ তার পাঁচ মেয়ে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাঠ করেন মুরশিদা আক্তার।
তিনি বলেন, ১৯৬৬ ইং, ৩০৫ দলিলে আরএস দাগ ২৭৫১,২৭৫১,২৭৩০ ও ৩৪৩৫ দাগে আমার মা ছকুমতাজ ও বড় মা সালেকা বেগমের নামে মোহাম্মদ জকরিয়ার পিতা আলি মিয়া হতে ২০ গন্ডা জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর আমরা জমিতে দির্ঘদিন চাষাবাদ করে আসছি। উক্ত ক্রয়কৃত জমি হতে আমার বড় মায়ের অংশ ১০ গন্ডা বিক্রি করলেও আমার মায়ের অংশ বিক্রি করেনি। একই দলিল থেকে আমার বড় মায়ের ১০ গন্ডা ভোগ করতে পারলে আমার মায়ের ১০ গন্ডা কেন নয়! তিনি আরো বলেন, আদালতের বিচারাধীন জায়গায় আইনকে তোয়াক্কা না করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করে যাচ্ছে। গত ২১ এপ্রিল ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জায়গা দখল করতে আসলে আমরা উপজেলা প্রশাসন, থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে তাদের দখল করতে বারণ করেছেন। এ সময় জমির মালিক বৃদ্ধা ছকুমতাজ কান্না জড়িত কন্ঠে বলেন, তারা আমার জমি দখল নিতে চাইলে আমি বাধা দিতে গেলে আমাকে আক্রমণের চেষ্টা করে। আমি আইনের কাছে আবেদন করছি আমার জমি আমাকে ফিরিয়ে দেওয়ার।