লোহাগাড়ায় বন খেকোদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও তাঁর পুলিশ কনস্টেবল ভাইসহ বন খেকোদের বিরুদ্ধে সরকারি বনভূমি অবৈধভাবে দখল, ভাঙচুর ও মালামাল লুটপাটসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল রবিবার সকালে উপজেলার বটতলী মোটর স্টেশনের একটি হল রুমে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চুনতির পরিবেশবাদী কর্মী জহির উদ্দীন। লিখিত বক্তব্যে জহির উদ্দীন বলেন, বাংলাদেশের বনাঞ্চল দেশের পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অপরিহার্য ভূমিকা পালন করে। বাংলাদেশের মোট ভৌগোলিক আয়তনের প্রায় ১৭.৫% বনাঞ্চল রয়েছে। চুনতি বনাঞ্চল বাংলাদশের দক্ষিণ-পূর্বাঞ্চলে লোহাগাড়া উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বনভূমি। এটি ১৯৮৬ সনে মরহুম লুৎফর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষিত হয় এবং চুনতি বনের আয়তন প্রায় ৭.৭৬৪ হেক্টর (১৯,১৯০ একর)।
এই বনখেকোদের মধ্যে চিহ্নিত ব্যক্তিরা হলো, চুনতি (মিরিখিল) ১নং ওয়ার্ড এর ইউনুস ড্রাইভার এর পুত্র চুনতি ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ, চুনতি হাদুর পাহাড় এলাকার নুরুল ইসলাম এর পুত্র মোস্তাক, আওয়ামী লীগ নেতা খোরশেদ এর ভাই ও ১নং ওয়ার্ড এর ইউনুস ড্রাইভার এর পুত্র পুলিশ কনস্টেবল রিয়াদ ও চুনতি ১নং ওয়ার্ড হিন্দু পাড়ার প্রসন্ন এর পুত্র কালু (প্রকাশ ঘোড়া কালু)সহ তাদের নেতৃত্বে অজ্ঞাত অনেক ব্যক্তির সমন্বয়ে গড়ে উঠেছে বনখেকো, মাদকসেবী, ডাকাত, চোর ও সন্ত্রাসী দল।
এর মাধ্যমে তারা প্রায় ১০০ একর সরকারি বনভূমি অবৈধভাবে বাগান সৃজনের মাধ্যমে দখলে নিয়ে নেয়। তাদের দৌরাত্ম্যের মরহুম লুৎফর রহমানের খামারবাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাট করে,এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। এছাড়াও বন বিভাগের বারণ সত্তে¡ও জোরপূর্বক গোলাইম্মাঘোনা বাগান কর্তনের ঘটনায় ৪জন বন কর্মকর্তা বরখাস্ত হয়। বিগত ২০২২ সালে ফরেস্ট অফিসার নুরুর বাড়িতে হামলা করে বনখেকো খোরশেদের নেতৃত্বপ্রদানকারী একটি সন্ত্রাসী দল। এ ব্যাপারে থানায় অভিযোগ করার পর পুলিশ তদন্তে গেলে আওয়ামী লীগের সাবেক এমপি ক্ষমতার দাপটে এ হামলার ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়। স¤প্রতি গত ২২আগস্ট তাদের নেতৃত্বে একটি সক্রিয় কিশোর গ্যাং স্থানীয় জাপান প্রবাসী তারেকের বাড়িতে হামলা করে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। কিন্তু সে সময় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এর প্রভাবে এবং স্থানীয় সন্ত্রাসীগোষ্ঠী ও কিশোর গ্যাং এর দাপটে প্রাণহানির ভয়ে ভুক্তভোগী তারেক আইনগত আশ্রয় নিতে পারেননি। এছাড়াও স¤প্রতি সরকার পতনের দাবিতে ছাত্র-জনতা আন্দোলনে সন্ত্রাসী খোরশেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আন্দোলনরত ছাত্র-জনতার উপর দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও বন্দুক নিয়ে হামলা করে, যার অকাট্য সাক্ষ্যপ্রমাণ বিদ্যমান রয়েছে। চুনতি ফরেস্ট অফিসের অধীনস্থ ভিসিএফ কর্মী শফিকুর রহমান, জামাল উদ্দীন ও কফিল উদ্দিন ভুট্টো বিগত সরকারের আমলে বনখেকোদের বিরুদ্ধে জোরালো অবস্থান করায়, তাদের প্রতি বনখেকো খোরশেদ, মোস্তাকসহ অন্যান্যরা পূর্বপরিকল্পিতভাবে গত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দিনদুপুরে গাছ চুরির স্পষ্ট মিথ্যা অপবাদ দিয়ে পাকড়াও করে টর্চার সেলে বন্দি করে রাখে এবং তাদেরকে নির্যাতন করে। পরবর্তীতে তাদের কাছ থেকে উল্লিখিত বনখেকো সন্ত্রাসীরা জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর এবং ৫০ হাজার টাকা চাঁদা গ্রহণ করে ছেড়ে দেয়। এরপর স্থানীয়রা ভুক্তভোগীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করে।