লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

5

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে রাজশ্রী শীল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শীল পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। শিশু রাজশ্রী শীল ওই এলাকার পলাশ শীলের কন্যা বলে জানা গেছে।
স্থানীয় আধুনগর ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সকলের অগোচরে দুই বছর বয়সী শিশুটি খেলাচ্ছলে বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রবিবার রাতে সামাজিক শ্মশানে শিশুটির মৃতদেহ সৎকার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ।