লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির সাড়ে ৩ বছর বয়সী জমজ ছেলে আবির হোসেন ও আদিল হোসেন। স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলার ছলে কোনো এক সময় তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই জমজ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।