লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. তাজুয়াল নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৯ টার দিকে ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আমতলী আইয়ুব সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। শিশু তাজুয়াল ওই এলাকার প্রবাসী বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সকলের অগোচরে শিশুটি খেলারছলে বসতঘরের পাশেই পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন দুপুরে নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশু তাজুয়ালের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।