লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পায়নি ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, ডলুবন বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, সাতগড় বনবিট কর্মকর্তা মহসিন, আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের সদস্যরা।
জানা যায়, প্রায় দুই বছর পূর্বে উক্ত স্থানে অভিযান চালিয়ে বালু উত্তোলন পুরোদমে বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল ওইস্থানে পূণরায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। পরে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তুপ আশেপাশে এক্সেভেটর দিয়ে মিশিয়ে দেয়া হয়েছে। এছাড়া বালু পরিবহণের জন্য তৈরি করা ৫টি রাস্তা কেটে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সরঞ্জাম কিংবা কাউকে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।