লোহাগাড়ায় দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় দেয়াল চাপায় আলী মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনায় এ দুর্ঘটনা ঘটে। আলী মিয়া ওই এলাকার মৃত আবদুল আজিমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ জানান, সকালে আলী মিয়া এলাকায় একটি আধাপাকা বসতঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় দেয়ালের একটি অংশ ভেঙে তার গায়ের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।