লোহাগাড়ায় ডাম্পট্রাক ও স্কেভেটর জব্দ

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২টি ডাম্পট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে বড়হাতিয়া ইউনিয়নের মছনের হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত ২টি ডাম্পট্রাক এবং ১টি এস্কেভেটর জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনাকালে সেনবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।