লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় ৪ রাউন্ড কার্তুজসহ মো. আলমগীর হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন একই ইউনিয়নের জমিদার পাড়ার মৃত নুরুল গণির পুত্র।
পুলিশ সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে থানার টহল পুলিশ আসামি আলমগীর হোসেনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। পুলিশের গাড়ি থামানোর পর দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ২ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার বাসায় আরো ২ রাউন্ড কার্তুজ ও কিছু ইয়াবা ট্যাবলেট মজুদ আছে বলে জানায়। রাত ১০টার দিকে সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নিয়ে সদর ইউনিয়নের রশিদের পাড়ার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তার শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে আরো ২ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।