সাতকানিয়া প্রতিনিধি
লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে মরহুম মোস্তাফিজুর রহমান সদাগরের স্মরণে আয়োজিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল খেলা গতকাল ৪ জুলাই পুটিবিলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি ঘিরে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এটিএম জাহেদ চৌধুরী, লোহাগাড়া থানার এস আই কামাল উদ্দিন, শিক্ষা সংগঠক এম. আবদুর রহিম ফখরুদ্দিন পুটিবিলা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ নাজিম উদ্দিন, এডভোকেট আবুল মোজাফ্ফর ও সিরাজুল ইসলামসহ হাজার হাজার ক্রীডামোদী জনতা উপস্থিত ছিলেন। আয়োজক হিসেবে পুটিবিলা স্পোর্টিং ক্লাব পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করে স্থানীয় ক্রীড়ামোদীদের প্রশংসা কুড়িয়েছে। খেলায় অংশ নেন চুনতী পানত্রিশা ফুটবল একাদশ বনাম মল্লিক ছোবহান ফুটবল একাদশের মধ্যকার খেলায় চুনতী পানত্রিশা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।