লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় জনদুর্ভোগ এড়াতে সরকারি খাস জায়গা বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানানো হয়েছে। ১৬ মার্চ বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনের এক হল রুমে ভুক্তভোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোস্তফা গ্রæপের পক্ষে লিগ্যাল এডভাইজার এডভোকেট ফারুক উদ্দিন। তিনি জানান, উপজেলা সদর বটতলী স্টেশনে মোস্তফা গ্রæপের মালিকানাধীন ভবনের পেছনে খাস জায়গা রয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে জনৈক এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণের জন্য সেই খাস জায়গা দীর্ঘ মেয়াদি বরাদ্দ পাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আপত্তিও জানানো হয়েছে। উক্ত জায়গার উপর স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচলে প্রতিবন্ধকতাসহ নানা জনদুর্ভোগ দেখা দিবে। তাই এলাকাবাসীর স্বার্থে জায়গার বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানাচ্ছি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, খাস জায়গাটি তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রতিবেদন দেয়া হয়েছে। তবে খাস জায়গা বন্দোবস্তি দেয়ার বিষয়টি জেলা প্রশাসক দেখবেন।