লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত নাছির উদ্দীনের চিকিৎসার জন্য নগদ অর্থ সহয়তা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
৩১ অক্টোবর দুপুরে দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দয়ার পাড়ায় নাছিরের বাড়িতে যান। এসময় শাহজাহান চৌধুরী অসুস্থ নাসিরের চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তাকে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১ লক্ষ ১৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন এবং পরবর্তীতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, সদর ইউনিয়ন আমীর মাওলানা মহিউদ্দিন, ১ নং ওয়ার্ডের সভাপতি হাসান মোহাম্মদ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস ও লোহাগাড়া বটতলী শহর জামায়াতের যুব বিভাগের সভাপতি আবদুল মন্নান প্রমুখ।
পেশায় ড্রাইভার নাছির উদ্দীন লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দয়ার পাড়ার মনির আহমদের ছেলে। তিনি ৩ সন্তানের জনক। তার ৮ মাস আগে লিভার ক্যানসার সনাক্ত হয়। এ পর্যন্ত ধারদেনা করে চিকিৎসায় প্রায় ৮ লক্ষ টাকা খরচ করেছেন। তার বাবা মনির আহমদ বলেন, ডাক্তার ভারতে গিয়ে তার ছেলেকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভারতে গিয়ে চিকিৎসা করার মত আর্থিক সামর্থ্য নেই। তাই দেশের বিত্তশালীদের কাছে সাহায্য চেয়েছেন। প্রয়োজনে: নাছির উদ্দীন -০১৮৭৩-৭৬০০৪১ (বিকাশ,নগদ)।









