লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ২

0

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় লোহাগাড়া থানাধীন পদুয়া মাস্টারপাড়া গ্রামের জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫), সে সাতকানিয়া উপজেলার চিব্বাড়ি করইয়ানগর মিয়াচান পাড়ার নওশা মিয়ার সন্তান। অপর আসামি হলেন মো. রিদোয়ান (২৪), সে উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাস্টার পাড়ার মো. আব্বাস মিয়ার সন্তান। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আলমগীর মিয়া (২৩) নামের অপর কারবারি পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ১শত এক পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২টি বাটন মোবাইল সেট, মাদক বিক্রির সর্বমোট ৮ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পদুয়া এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে অন্য সেনাসদস্যের একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ পদুয়া ইউনিয়ন এর মাস্টারপাড়া গ্রামে জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর যৌথ অভিযান চালানো হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।