লোহাগাড়ায় আগুনে পুড়েছে ১৯ দোকান

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ স্টেশনে চিশতিয়া মার্কেটে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, রেজাউল করিম, কুতুব উদ্দিন, আবু তাহের, ধন কান্তি দাশ, মাস্টার নুরুচ্ছফা, আবদুল হাফেজ, আনোয়ার হোসেন, সেলিম, আবদুল আহাদ, সজল শীল, সুনীল দাশ, রুহিদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, জাফর আহমদ, তৈয়ব, তৌহিদুল আজিম ও জাহাঙ্গীর আলম।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, আনোয়ার হোসেনের কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আধাপাকা ও বেড়ার দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে আগুনে মালামালসহ দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের টিম দেরিতে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে দাবি করছেন তিনি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু স্থানীয় কিছু লোক আমাদের উপর চড়াও হয়। পরে ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, খবর পেয়ে সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে বলা হয়। তাদেরকে সরকারিভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।