লোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পানত্রিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ছিলেন। উক্ত ঘটনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার এসআই মো. এনায়েত হোসেন জানান, শনিবার গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চৌধুরীকে আদালতে সোপর্দ করা হয়েছে।