লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় অস্ত্রের মুখে দুটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার উত্তর পদুয়া সাদেক সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স সামগ্রী ও মালামাল লুট করে এবং এক পরিবারের দুই ভাইকে কুপিয়ে জখম করে। ডাকাতদল মেহেদী হাসান ও তার প্রতিবেশী আবুল কাসেমের পাকা বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালায়। এসময় আহত দুজন হলেন সাদেক সিকদার পাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসানের দুই ছেলে রায়হান উদ্দিন (২৫) এবং রিফাত হোসেন (২২)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আমানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে প্রায় ২৫/২৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল এলাকায় আসে। তাদের কাছে বন্দুক, লোহার রড, ছুরিসহ দেশি অস্ত্র ছিল। এ সময় তারা আবুল কাসেমের ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা, ৪টি মুঠোফোন, আড়াই ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এছাড়া মেহেদী হাসানের ঘর থেকে নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় বাধা দিলে মেহেদী হাসানের দুই ছেলেকে কুপিয়ে জখম করে তারা। পরে আশপাশের এলাকার মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করা হলে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।