লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও কার্তুজসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামা জব্দ করা হয়। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া এলাকায় একটি নির্মাণাধীন ফার্ম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ প্রকাশ আব্দুন নুর (৪৭)। তিনি বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের চর খিজিরপুর এলাকার বহর তালুকদার বাড়ির মৃত আবুল হাশেমের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে ডাকাতদলের সর্দার আব্দুল্লাহ প্রকাশ আব্দুন নুরকে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা ডাকাতরা অস্ত্রসহ ডাকাতির সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। এ সময় আটক ডাকাত সর্দারের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি মুখোশ (মানকি টুপি), পলাতক ডাকাতদের ফেলে যাওয়া দুটি ধারালো কিরিছ, তিনটি ছুরি, দুটি মুখোশ (মানকি ক্যাপ) এবং একটি শাবল (রড) উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ ডাকাতির সরঞ্জামাসহ আবদুর নুরকে আটক করা হয়েছে। সে ডাকাত দলের সর্দার।
তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির দুটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও আটককৃত আব্দুল্লাহর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৩১টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পলাতক ডাকাতদের আটকে অভিযান অব্যাহত আছে।