লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ নাসির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার লোহাগাড়া ইউনিয়নের রশিদার পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে মো. নাসির চাঁদাবাজি করার জন্য গেলে লোহাগাড়া থানার আলুঘরঘাট রোড এলাকায় যৌথ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ নাছির উদ্দীন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮ নম্বর ওয়ার্ডের মরহুম বশির আহমদের ছেলে।
যৌথ অভিযানে সন্ত্রাসী তৌহিদ বাহিনীর সদস্য মো. নাসিরকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তার বাড়িতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
জানা গেছে, তৌহিদ বাহিনীর ছত্রচ্ছায়ায় বিভিন্ন সময়ে দেশে তৈরি অস্ত্র প্রদর্শন করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। উদ্ধার করা অস্ত্র ব্যবহার করে লোহাগাড়াসহ অন্য এলাকায় ডাকাতি ও চাঁদাবাজি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন তিনি।
লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর কর্মকর্তা আহসানুল করিম রাঈম জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম পাঠানোর মাধ্যমে লোহাগাড়া রশিদার পাড়া এলাকা থেকে বড়হাতিয়ার ডাকাত দলের সদস্য (তৌহিদ গ্রæপ) মোহাম্মদ নাছিরকে ইয়াবা সেবন করা অবস্থায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে তল্লাশি করে একটি এক নলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মোহাম্মদ নাসিরকে আটক করা হয়। তিনি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার সাথে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।