বিশ্ববিখ্যাত ইটালিয়ান ব্র্যান্ড লোটো ও ইংল্যান্ডের লি কুপার ব্র্যান্ডের আউটলেট এখন চট্টগ্রামে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি মলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আউটলেটটির উদ্বোধন করা হয়। একইদিনে নগরের হালিশহরে জি বøকে তাদের আরো একটি আউটলেট উদ্বোধন করা হয়। সচেতন নগরবাসির অত্যন্ত পছন্দের ব্র্যান্ড লোটো ও লি কুপারের অভূতপূর্ব সাড়ার পরিপ্রেক্ষিতে ক্রেতা সাধারণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে এই আউটলেট দুটি কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রামবাসির জন্য উপহার। উদ্বোধনের দিন থেকে তিনদিন ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কচি। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি