লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের তিরোধান উৎসব উদ্যাপন

107

বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ-চট্টগ্রাম জেলার উদ্যোগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৯তম তিরোধান দিবস স্মরণে বাবার জীবনভিত্তিক আলোচনা সভা সম্প্রতি অস্থায়ী কার্যালয় চট্টগ্রামের আসকার দিঘীর পশ্চিম পাড়স্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে জেলা শাখার সভাপতি উৎপল রক্ষিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ¦ালন করেন শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী। পতেঙ্গা শ্রীশ্রী লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের ছাত্র-ছাত্রী পাঁচালী ও ভক্তিগীতি পরিবেশন করে। প্রধান অতিথি ছিলেন সেবক সংঘের কেন্দ্রীয় সহ সভাপতি লায়ন তপন কান্তি দত্ত। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বিজন কান্তি নাথ, নির্বাহী সদস্য আশীষ চৌধুরী অপু, সীতাকুন্ড লোকনাথ ধামের সাধারণ সম্পাদক মৃদুল বণিক। বক্তব্য দেন সেবক সংঘ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী, সুনীল দত্ত, মানিক রতন শর্মা। স্বাগত বক্তব্য দেন সেবক সংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বাবুল দেবরায়, সীতাকুন্ড উপজেলার সভাপতি মানিক ভট্টাচার্য, আনোয়ারা উপজেলার সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, লোহাগাড়া উপজেলার আহŸায়ক সুভাষ চন্দ্র নাথ, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দে।
উপস্থিত ছিলেন প্রবীর চক্রবর্ত্তী, সুবল দাশ, অশোক গুপ্ত, মিন্টু দাশ, শ্যামল দাশ রানা, উৎপল দত্ত, কমল চক্রবর্ত্তী অলক, এ্যাড. শান্তুনু রায়, প্রদীপ চক্রবর্ত্তী, খোকন চক্রবর্ত্তী, ডা. মৃণাল কান্তি শীল, সেন্টু ধর, সুজন দেবনাথ, রতন কুমার বিশ্বাস, বিশ্বজিত বিশ্বাস, শিবু কুমার দাশ, সৈকত দাশ ইমন, পলাশ কান্তি নাথ, তুষার কান্তি দাশ, সুকান্ত দত্ত, এড. অমল চৌধুরী, তাপস নন্দী, বেবী ভট্টাচার্য, কৃষ্ণা নন্দী, রাজেন্দ্র প্রসাদ দাশ, সুজিত দত্ত, সবুজ আইচ টিসু, বসন্ত কুমার দেব, পরিমল দাশ, বিশ্বজিত গুপ্ত, ডা. প্রবীর শংকর দাশ, বিজয় বিশ্বাস, তপন কান্তি নাথ, প্রসাদ দাশ বাবু, শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী, তপন চক্রবর্তী তপু, মানিক দাশ, বিশ্বনাথ ঘোষ, সুমন মজুমদার হিরু, দীপক দে। উপস্থাপনায় ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল বাবার বাল্যভোগ, রাজভোগ, পূজা ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি