স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের জাতীয় দলের জার্সি চড়ানোর আগে লেস্টার সিটির থাকছেন না হামজা চৌধুরীর। শীতকালীন দলবদলের বাজারে নতুন গন্তব্যে যাচ্ছেন তিনি।
হামজাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সংবাদ মাধ্যম দাবি করেছে, হামজাকে ধারে খেলাবে শেফিল্ড। জানুয়ারির দলবদলে তাকে নিতে পারে দল।