লেভানদোভস্কির গোলে বার্সার জয়

1

চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই ছুটছে বার্সেলোনা। মঙ্গলবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। ফরাসি ক্লাব ব্রেস্তকে উড়িয়ে দিয়েছে তারা। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যু’তে লিগ ওয়ানের ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। দলকে শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন রবের্ত লেভানদোভস্কি। বিরতির পর দানি ওলমো ব্যবধান দ্বিগুণ করার পর শেষ গোলটি করেন লেভানদোভস্কি। ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। ডি-বক্সে লেভানদোভস্কিকে ফাউল করেন ব্রেস্ত গোলরক্ষক। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার। যোগ করা সময়ে গোলের দেখা পান লেভানদোভস্কি। আলেহান্দ্রো বাল্দের পাস থেকে গোলটি করেন তিনি। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।