আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের কিছু গ্রামে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের সতর্কতামূলক গুলি চালায়। বুধবার (২৭ নভেম্বর) লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে হিজবুল্লাহর সদস্যদের ফেরার পথ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
আইডিএফ জানায়, মেইস আল-জাবাল এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারা জানিয়েছে, লেবাননে সক্রিয় যুদ্ধ পরিস্থিতি থেকে সরে এসে চুক্তি বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে।
এদিকে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় আইডিএফ সেনারা এখনও অবস্থান করছে এবং ওই এলাকাগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কাফর কিলার মতো সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে কিছু গাড়ি চলাচলের চেষ্টা করলে আইডিএফ গুলি চালিয়ে তাদের থামায়। গাড়িগুলো সতর্কবার্তার পর ফিরে যায়।
অন্যদিকে, ইসরায়েলি বিমানবাহিনী এখনও লেবাননের আকাশে টহল দিচ্ছে। চুক্তি অনুযায়ী, আইডিএফ আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। এ সময়ে লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে এই এলাকার দায়িত্ব গ্রহণ করবে।
পাশাপাশি, চুক্তি লঙ্ঘনের অভিযোগ মূল্যায়নের জন্য একটি মার্কিন নেতৃত্বাধীন কমিটি গঠন করা হবে। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাবে এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে। ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের গতি এবং লেবাননের নাগরিকদের বাড়িতে ফেরার প্রক্রিয়া চুক্তির বাস্তবায়ন ও সব পক্ষের সম্মতির ওপর নির্ভর করবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হিজবুল্লাহর সদস্যদের ফেরত আসার চেষ্টা রোধ করতে হবে। তারা যদি সেনাদের জন্য হুমকি তৈরি করে, তবে তাদের আঘাত করা হবে। যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ফেরার চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কয়েকটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা ধ্বংসস্তূপের মাঝে ফিরছে।