লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না

1

জামায়াতে ইসলামী মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন হলো।
জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য জামায়াত আমীর আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোটের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাই। মানবিক বাংলাদেশ গড়তে এবং বেকারত্ব, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচার করার আহবান জানাই। বিগত সরকার ব্যাপকহারে মানুষ হত্যা করেছে। এ গণহত্যার বিচার করতে হবে। খবর বাংলানিউজের।
তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না। জামায়াত একটি মানবিক, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চায়। সেজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই। তাই আগামী দিনে দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যেন না আসতে পারে, সেজন্য সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ছেচরা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে, তারা যেখানেই থাক।
সরকারের উদ্দেশে তিনি বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা সরকারে ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, দুই কোটি ভোটারের তালিকা সংশোধন করুন, সঠিকভাবে নতুন ভোটার তালিকা হালনাগাদ করুন।