লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল

1

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। গতকাল রাতে লিলকে হারিয়ে সাত ম্যাচের সবগুলোতেই তুলে নিয়েছে জয়। কোয়ালিফাই করেছে শেষ ষোলোতেও। ঘরের মাঠে লিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে অল রেডসরা। প্রথমার্ধে মোহামেদ সালাহর গোলে তারা এগিয়ে যাওয়ার পর লিলকে বিরতির পর সমতায় ফেরান জোনাথন ডেভিড।
পরে হার্ভি এলিয়টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের শিষ্যরা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিলের অবস্থান একাদশ স্থানে।