লিভারপুল ছেড়ে যাচ্ছেন না সালাহ

2

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি গ্রীষ্মেই। মৌসুমজুড়ে তার কিছু মন্তব্য আর সৌদি আরবে যাওয়ার গুঞ্জনের কারণে অনেকেই ভেবেছিলেন, হয়তো সালাহর সময় শেষ হয়ে এসেছে অ্যানফিল্ডে। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।
এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল আর ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। নতুন চুক্তির ফলে এই সংখ্যাগুলো আরও বড় করার সুযোগ পাচ্ছেন তিনি।
এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি গোল করেছেন সালাহ, যার ২৭টিই প্রিমিয়ার লিগে। লিভারপুল এখন লিগ টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে। মৌসুমের আর বাকি আছে মাত্র সাতটি ম্যাচ।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় ট্রফি।