স্পোর্টস ডেস্ক
ইতোমধ্যে শিরোপা জিতে নেওয়া লিভারপুল আজ শুরুতে ছিল দুর্দান্ত। তবে আর্সেনালের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।
গাব্রিয়েল মার্তেনেলি ব্যবধান কমানোর পর মিকেল মেরিনো দলকে ফেরান সমতায়। ড্রয়েই শেষ হয় ম্যাচ।
গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে লিভারপুল। ক্লাবটির হয়ে গোল দুটি করেন কোডি গাকপো ও লুইস দিয়াস।
এই জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আশা আরও উজ্জ্বল করেছে আর্সেনাল। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। তিনে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৬৬। এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি।