লিডার্স শিক্ষা মডেল-২০১৮ এর আলোকে পরিচালিত ‘ভালো মানুষ গড়ে তোলা’র প্রত্যয়ে প্রতিষ্ঠিত লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, ২০১৮ সালের ১ জানুয়ারি গৌরবময় যাত্রা শুরু করে। লিডার্স শিক্ষা মডেল-২০১৮ এর তিনটি মূল উপাদান জ্ঞান, দক্ষতা ও নৈতিকতাকে সামনে রেখে তার লক্ষ্য অর্জনের ক্লান্তিহীন এই অবিরাম প্রচেষ্টাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ২০২২ সাল থেকে শুরু হয় লিডার্স তারুণ্য উৎসব। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হয় ৪র্থ ‘লিডার্স তারুণ্য উৎসব-২০২৫’। জ্ঞানী, আত্মবিশ্বাসী ও সম্প্রীতিপরায়ণ সচেতন নাগরিক গড়ার প্রত্যয়ে সেই সাথে লিডার্স তারুণ্য উৎসবের মূলমন্ত্র মানবতার পাঠ্যক্রমকে বুকে ধারণ করে তারুণ্যের প্রাণশক্তিকে জাগরণের নিমিত্তে লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের রয়েছে ধারাবাহিক আয়োজন লিডার্স তারুণ্য উৎসব-২০২৫। ৩১ অক্টোবর উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে ‘লিডার্স তারুণ্য উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের মো. তোহা। ১ নভেম্বর বিকাল ৩টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবারের উৎসবের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য ড. মোহাম্মদ সোলায়মান এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রাউফ। এবারের উৎসবে চট্টগ্রাম শহর ও শহরের বাহির থেকে ৫০টির অধিক স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ^বিদ্যালয় থেকে প্রায় ১৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক, খ ও গ সহ মোট ৩ টি বিভাগে এবং চিত্রাঙ্কনে একটি অতিরিক্ত বিশেষ শিশু বিভাগে। রচনা, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, প্রোগ্রামিং, আইডিয়া জেনারেশনসহ মোট ১৫টি ইভেন্টে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ২য় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (রানারআপ) হিসেবে নির্বাচিত হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (চ্যাম্পিয়ন) হয় লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। পুরস্কার বিতরণ শেষে বিশেষ অতিথি তারুণ্য উৎসবের বর্ণাঢ্য আয়োজন ও লিডার্স শিক্ষা মডেল-২০১৮ এর প্রশংসা করেন। প্রধান অতিথি লিডার্স শিক্ষা মডেল-২০১৮ এর আলোকে পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষাকে সমাজের জন্য, মানবতার জন্য এবং সর্বোপরি সভ্যতার জন্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি











