লিডার্স স্কুল এন্ড কলেজে আন্তঃহাউজ বিজ্ঞান মেলা

1

লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে ‘আন্তঃহাউজ বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪’ এর পুরস্কার বিতরণ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের মো. তোহা। শুরুতে প্রধান অতিথি বিজ্ঞান মেলা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদেরকে তাদের বানানো প্রজেক্টকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের অধ্যক্ষ তাঁর স্বাগত বক্তব্যে এবারের প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। শেষে আন্তঃহাউজ বিজ্ঞান অলিম্পিয়াড, আন্তঃহাউজ গণিত অলম্পিয়াড, আন্তঃহাউজ আইসিটি ও প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন নব আবিস্কারের প্রতি উৎসাহ প্রদান ও এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। বরাবরের মতো এবারের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় ৪টি বিভাগে। প্রতিষ্ঠানের ৩টি হাউজের শিক্ষার্থীরা নিজ নিজ হাউজের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষার্থীরা নিজেদের ক্সতরি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে জাহাঙ্গীর হাউজ এবং রানার আপ হাউজ হিসেবে নির্বাচিত হয় মোস্তফা হাউজ। বিজ্ঞপ্তি