লিটল জুয়েলস্ স্কুলের কারাতে প্রতিযোগিতা আগামীকাল

16

বাংলাদেশের প্রাচীন ইংরেজী মাধ্যম স্কুল লিটল জুয়েলস্ স্কুলের আয়োজনে ২০১৯ সালের বার্ষিক কারাতে প্রতিযোগিতা আগামী ৫ নভেম্বর সকাল ৯ টা হতে স্কুলের মিডল সেকশনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্কুলের জুনিয়র সেকশন, মিডল সেকশন ও এন সি সেকশনের কারাতে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে। ১২ টি ইভেন্টের ৪৮ টি পদকের জন্য কারাতেকারা প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় কারাতে ইকুইপমেন্ট সহ নির্দিষ্ট সময়ের মধ্যে কারাতে ইভেন্টের ছাত্র-ছাত্রীদের স্কুলে রিপোর্ট করতে অভিভাভকদের অনুরোধ করেছেন স্কুলের প্রিন্সিপ্যাল দিলরুবা আহমেদ। বিজ্ঞপ্তি