লিজেন্ডস লিগে দল পাননি তামিম

2

স্পোর্টস ডেস্ক

লিজেন্ডস লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে অবিক্রিত থেকেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো বাংলাদেশি তারকারাও। গত ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর বাংলাদেশের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি তিনি। তার ফেরার সম্ভাবনা নিয়েও আছে ধোঁয়াশা। জাতীয় দলে তার ভবিষ্যত অনিশ্চিত।
তাই নাম দিয়েছিলেন লিজেন্ডস লিগের নিলামে। তবে দল পেলেন না এই বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তাছাড়া বাংলাদেশ থেকে দল পাননি আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন আশরাফুল, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র ও ইলিয়াস সানি।
তাছাড়া বিদেশি তারকাদের মধ্যে অবিক্রিত থেকেছেন তিলাকরতেœ দিলশান, দিনেশ রামদীন, টিম পেইন, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান।