অপেক্ষার পালা শেষ! আগের দিন মায়োর্কাকে হারিয়ে শিরোপার জন্য শেষ ম্যাচ পর্যন্ত বার্সেলোনাকে চ্যালেঞ্জ করে যাওয়ার ঘোষণা দেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কাতালান জায়ান্টরা সেই সুযোগ দিলো না।
বৃহস্পতিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে জিতে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। আরসিডিই স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে তারা। তাতে ২৮তম লিগ ট্রফি হাতে নিচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। শেষ দুই ম্যাচ কাতালানরা হেরে গেলেও মাদ্রিদ ক্লাব বাকিগুলো জিতে সাত পয়েন্টের এই ব্যবধান ঘুচাতে পারবে না। এস্পানিওলের মাঠে জয়ে ফ্লিকের দল ঘরোয়া ট্রেবল জিতলো। এই মাসের শুরুতে কোপা দেল রে জয়ের আগে জানুয়ারিতে সুপার কাপ হাতে নিয়েছিল তারা। ২৫ মে অ্যাথলেটিক ক্লাবের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা।