লায়ন্স ক্লাব ব্লুমিং স্টার ও ইয়ুথ বিগ্রেড ঈদপোশাক উপহার

3

লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টার ও বাংলাদেশ ইয়ুথ বিগ্রেড এর যৌথ উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত স্কুল ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে ঈদের নতুন জামা, সেমাই চিনি দুধ বিতরণ এবং তাদের সাথে ইফতার করা হয়। পুরাতন স্টেশনস্থ সিদ্দিকী চেম্বার রূপটপ হল এ দিন ব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কোরআন তেলোয়াতের প্রোগ্রাম চেয়ারম্যান শাফিন আরশাদ ও লায়ন শেখ আব্দুল কাদের অভির স্বাগত বক্তব্যের মাধ্যমে লায়ন মো. জিয়াউল হক সোহেল এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার দাশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র রিজিওন কোর্ডিনেটর মো. সদরুল আমিন, রিজিওন চেয়ারপার্সন কনসার্ন লায়ন এডভোকেট ইকবাল হোসেন এমজেএফ, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন, লায়ন আনিসুর রহমান, লায়ন আরমান রসুল, সেগুফতা হাসান, আলী আশরাফ আজগরি, লায়ন এডভোকেট হাসান আলী রুমান, লায়ন রুবেল রানা, লায়ন এহতেশামুল হক খান হামীম, গোলাম ইসহাক খান, সুজয় বড়ুয়া, সিজার, আরাফাত, সাইফ, রোকন, নিহা, রাফিসা, তাওসিফ, ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি