স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডে চার দিনের টেস্ট শেষ হলো একদিন আগেই। ট্রেন্ট ব্রিজে শনিবার তৃতীয় দিনে জিম্বাবুয়ের শেষ লড়াইয়ের কারিগর সিকান্দার রাজা দেরি করেননি। পরের দিন পিএসএল ফাইনাল, লাহোর কালান্দার্সে যোগ দিতে উড়াল দিলেন। রবিবার টসের ১০ মিনিট আগে পাকিস্তানে পা রাখেন তিনি। এই জিম্বাবুয়ান অলরাউন্ডারের ব্যাটেই শেষ ওভারে নাটকীয় জয়ে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লাহোর।
আগে ব্যাটিং করে হাসান নওয়াজের বিস্ফোরক ইনিংসে কোয়েটা ২০১ রান করে। শেষ দিকে ম্যাচ কিছুটা কোয়েটার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। রাজা নেমেই দৃশ্যপট পাল্টে দেন।
১৬.৪ ওভার শেষে লাহোরের স্কোর ছিল ৪ উইকেটে ১৪৫ রান।
১৯.৫ ওভারে ৪ উইকেটে ২০৪ রান করে লাহোর।
৭ বলে দুটি করে চার-ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন রাজা।