লাল দুর্গে জোকোভিচের ‘সেঞ্চুরি’

1

স্পোর্টস ডেস্ক

ক্লে-কোর্ট কখনোই নোভাক জোকোভিচের মূল শক্তির জায়গা নয়। চারটি গ্র্যান্ড ¯ø্যামের মধ্যে তিনি সবচেয়ে কম শিরোপা জিতেছেন ফরাসি ওপেনেই। সেখানেই এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্পর্শ করলেন এই গ্র্যান্ডস্ল্যামে ১০০ জয়।
প্রথমবার চতুর্থ রাউন্ডে ওঠা ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে সোমবার ৬-২, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখেন জোকোভিচ। ফরাসি ওপেনে তার শততম জয় এটি। জোকোভিচের চেয়ে বেশি জয় আছে এখানে কেবল একজনেরই। লাল দুর্গের অবিসংবাদিত সম্রাট ১৪ বারের শিরোপাজয়ী রাফায়েল নাদালের জয় এখানে ১১২টি।
গত বছর এখানেই অলিম্পিকের সোনা জিতে ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন জোকোভিচ। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা গত বছর কোনো গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি। ২৫তম ট্রফির লড়াইয়ে থাকা ৩৮ বছর বয়সী তারকা সন্তুষ্ট নন জয়ের সেঞ্চুরি করেই। ফরাসি ওপেনের তিন ট্রফির সঙ্গে আরেকটি যোগ করতে তিনি মরিয়া। কোয়ার্টার-ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ আলেক্সান্দার স্ফেরেফ।
এদিকে এবারের ফরাসি ওপেনে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন লোয়া বয়াসোঁ। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বরে থাকা এই খেলোয়াড় হারিয়ে দিয়েছেন আসরের তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে! সোমবার চতুর্থ রাউন্ডে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গতবারের ইউএস ওপেন রানারআপকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন বয়াসোঁ। ২২ বছর বয়সী এই ফরাসির এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হয় এবং এই সপ্তাহের আগ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ জনের মধ্যে থাকা কোনো খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নামার সুযোগ হয়নি।