ছবি ও লেখা :
এম. হায়দার আলী
লালবক হল এক ধরনের আর্ডেইডি বা বক প্রজাতির পাখি; যা নলঘোঙ্গা বক নামেও পরিচিত।এটি প্রধানত এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, চীন ও ইন্দোনেশিয়া অঞ্চলে দেখা যায়। লালবক বিপদে পড়লে শত্রæর চোখ লক্ষ্য করে ঠোকর মারে। বলমচোখা ঠোঁট চালিয়ে এরা মানুষের চোখ নষ্ট করে দিতে পারে। এই বকটি ঊষাচর-নিশাচর। আত্মগোপনে খুবই পারদর্শী। লালবকের মূল খাদ্য মাছ। এছাড়া পোকামাকড় এবং সুযোগ পেলে ব্যাঙও খায়। কাশবন-ঘাসবন ও ঝোপঝাড়ই লালবকের দিনের আশ্রয়স্থল। ছবিটি রাঙ্গুনিয়া থেকে তোলা।