লায়ন ড. জুয়েল আচার্য্য সংবর্ধিত

1

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন ড. জুয়েল আচার্য্য সম্প্রতি নেপালে তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল এস্ট্রো, বাস্তু এন্ড তন্ত্র কনফারেন্স অনুষ্ঠানে নেপাল মুখ্যমন্ত্রী হিকমত কুমার কারকি এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন। ওয়ার্ল্ড এস্ট্রো ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণ পান্হি। তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালা প্রধান অতিথি ও অতিথি ছিলেন নেপালের মুখ্যমন্ত্রী হিকমত কুমার কারকি, কেদার কারকি, সিটি কর্পোরেশন মেয়র জিতেন্দ্র রায়, ড. লোক রাজ পাডেল, পিটি জিতেন্দ্র কুমার শর্মা, এস্ট্রোলজার দেবরাজ গৌতম, এস কে আচার্য্য শ্যামল (বাংলাদেশ), সুস্মিতা আচার্য্য সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি