লায়ন ওবায়দুর রহমান আইওয়াইসিএম’র প্রেসিডেন্ট নির্বাচিত

1

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার-আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আইকনিক ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম এর সদর দপ্তর হতে লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এর নাম ঘোষণা করা হয়। লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতি (২০১৫-২০১৬) ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ বৃটিশবিরোধী আন্দোলনের বীর সিপাহসালার রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) এর নাতি ও উনার যোগ্যতম উত্তরসূরী পীরে তরিকত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলীশাহ (রহ.) ও মাহবুবা সুলতানার কনিষ্ঠ সন্তান। বিজ্ঞপ্তি