লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র দু’দিনব্যাপী ২৮তম বার্ষিক জেলা কনভেনশন গত ৩০ ও ৩১ মে নগরীর টাইপারপাসস্থ নেভী কনভেনশন সেন্টারে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন বালকৃষ্ণ বুর্লাকোটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আইডি এন্ডোর্সী লায়ন নাজমুল হক পিএমজেএফ, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম পিএমজেএফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দীন চৌধুরী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, জেলার লায়ন মো. আশরাফ হোসাইন খান হিরা এমজেএফ, জেলার গভর্নর লায়ন সাব্বির এম সায়েম প্রমুখ। প্রাক্তন জেলা গভর্ণর হিসাবে উপস্থিত ছিলেন লায়ন রুপম কিশোর বড়ুয়া পিএমজেএফ, রফিক আহমেদ এমজেএফ, লায়ন মো. আনোয়ার শওকত আফসার এমজেএফ, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস এমজেএফ, লায়ন মো. কবীর উদ্দিন ভ্ূঁইয়া পিএমজেএফ, লায়ন নূরুল ইসলাম এমজেএফ, লায়ন এসএম শামসুদ্দিন এমজেএফ, লায়ন মো. মোস্তাক হোসাইন এমজেএফ, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।
অনুষ্ঠানের প্রথম দিবসে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন বালকৃষ্ণ বুর্লাকোটি। ২য় পর্বে প্লেনারী সেশনে জেলার বিভিন্ন পর্যায়ের লায়ন নেতৃবৃন্দদের বিশেষ অবদানের জন্য এওয়ার্ড প্রদান করেন। রাতে টিভি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী এমজেএফ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মো. নাসির উদ্দীন এমজেএফ, গ্যাট টিমের জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, ডিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জি. চন্দন দাশ এমজেএফ, জিএসটি-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন ড. এসএম আবু জাকের এমজেএফ, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হুমায়ুন কবীর, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হাকিম আলী এমজেএফ, জোন চেয়ারপার্সন-১ লায়ন মো. কামরুজ্জামান এমজেএফ। স্বাগত বক্তব্য দেন কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মো. শফিকুল ইসলাম এমজেএফ ও ধন্যবাদ বক্তব্য দেন মেম্বার সেক্রেটারি লায়ন মো. সাব্বির আহমেদ, ট্রেজারার লায়ন এমএইচ বেলাল।
কনভেনশনের ২য় দিবসে অনুষ্ঠিত হয় ডেলিগেট সেশন। প্রধান নির্বাচন কমিশনার প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. কবীর উদ্দীন ভূঁইয়া পিএমজেএফ’র নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত¡াবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৫-২০২৬ সেবাবর্ষের গভর্নর নির্বাচিত হন লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় লায়ন ডা. জাকিরুল ইসলাম, লায়ন নাসরিন ইসলাম, লায়ন প্রফেসর ববি বড়ুয়া ও লায়ন লুবনা হুমায়ুন সুমি।
৩য় পর্বে অনুষ্ঠিত হয় ব্যাঙ্কুয়েট সেশন। সেশনের শুরুতেই নতুন নেতৃত্বকে ডিজি টিম, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, গ্যাট টিম, কেবিনেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেশনে নবনির্বাচিত গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ আগামী ২০২৫-২০২৬ সেবাবর্ষের লোগো এবং গভর্নর কল ‘একতাতে সমৃদ্ধি’ উন্মোচন করেন। শেষে অনুষ্ঠিত হয় র্যাফল ড্র। বিজ্ঞপ্তি