লায়ন্স চট্টগ্রাম জেলার কেবিনেট মিটিং

1

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র চতুর্থ কেবিনেট মিটিং গত ২৪ মে নগরীর এসএস খালেদ রোডস্থ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ’র সভাপতিত্বে ও কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী এমজেএফ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রফিক আহমেদ এমজেএফ, লায়ন মো. কবীর উদ্দিন ভূঁইয়া পিএমজেএফ, লায়ন মো. মোস্তাক হোসাইন এমজেএফ, লায়ন মো. নাসির উদ্দীন এমজেএফ ও লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মো. নাসির উদ্দীন এমজেএফ, গ্যাট লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ । বিজ্ঞপ্তি