লায়ন্স ক্লাব রোজ ভ্যালি ও ফনিক্সের চক্ষু পরীক্ষা সেবা

1

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফনিক্সের যৌথ উদ্যোগে পাহাড়ী আদীবাসীদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প পিডিবি রেস্ট হাউজে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাব সভাপতি লায়ন খাজা মাইনুদ্দিন সভাপতিত্বে আলোচনা করেন লায়ন্স জেলা ৩১৫ বিচারের গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মো. শহীদ সরোয়ার মেক্সিম, লায়ন উত্তম কুমার দাস, লায়ন আব্দুল কাদের, লায়ন মাহবুবুল ইসলাম, লায়ন কামাল উদ্দিন আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন ফজলুর রহমান অপু, লায়ন মসজুরুল কাদের, লায়ন আব্দুল মতিন, লায়ন সাইফুর ইসলাম, লায়ন তারেক মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি