এশিয়ার ২য় লিও টু লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের ২০২৫-২০২৬ সেবা বর্ষের নতুন কমিটি গঠন। লায়ন্স ক্লাব অফ চিটাগাং মহানগর ক্লাবের স্পন্সরকৃত উক্ত ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন আনিসুর রহমান ও পিপি লায়ন আরমান রসুল উক্ত কমিটি ঘোষণা করেন। গত ২০ মে কাজীর দেউরীস্থ একটি রেস্টুরেন্টে ক্লাবের মে মাসের বোর্ড মিটিং এবং নতুন কেবিনেট ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ রেজওয়ান আদর, আইপিপি লায়ন এডভোকেট হাসান আলী রুমান, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন মো. রুবেল রানা, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন তৌহিদুল ইসলাম, সেক্রেটারি লায়ন শেখ আব্দুল কাদের অভি, ট্রেজারার লায়ন মো. ইলিয়াস, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন আনিসুর রহমান। বিজ্ঞপ্তি