লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা গত ১৭ জানুয়ারি সিএলএফ প্রাঙ্গণে ১০০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ দুস্থ মানুষদের হাতে কম্বলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, কেবিনের সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ, জিএলটি লায়ন জাহানারা বেগম, জিএমটি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, রিজিয়ন চেয়ারপারসন লায়ন সোহেলা রহমান মাহমুদ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন শিরিন আক্তার, ট্রেজারার লায়ন রওশন আক্তার, মেম্বারশিপ চেয়ারপারসন এডভোকেট লায়ন লায়লা নূর, সেন্ট্রাল জুবিলি লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন শারমিন সুলতানা মৌ সহ লায়নবৃন্দ। বিজ্ঞপ্তি