লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন ও লিও ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে নগরীর রাজাখালীস্থ সেঙ্গুইন এপারেলস লি. এ প্রায় ৫শ জন শ্রমিক কর্মচারীদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ডায়েবেটিস নির্ণয় করা হয় এবং সচেতনতামূলক কার্যক্রম সম্পাদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন গভর্ণর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিওন চেয়ারপার্সন লায়ন মোরশেদুল হক চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন কাঞ্চন মল্লিক, ক্লাব সেক্রেটারী লায়ন আকলিমা আক্তার, ক্লাব ট্রেজারার লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন খালেদ রিসাদ, লিও প্রেসিডেন্ট সায়েদ হাসান তুহিন, লিও সেক্রেটারী এনামুল হক নয়ন, লিও গিয়াস উদ্দিন, লিও সোয়েব রাহি, লিও সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি