লায়ন্স ক্লাব চিটাগং পারিজাত এলিট এর খাবার বিতরণ

2

লায়ন্স ক্লাব অফ চিটাগং পারিজাত এলিট এর উদ্যোগে ২৮ অক্টোবর নগরীর রিজভীয়া এতিমখানা ও মাদ্রাসায় শুকনো খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ চিটাগং পারিজাত এলিট এর ক্লাব সভাপতি লায়ন মির্জা মো. ইলিয়াছ।
বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর জি এল টি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এম জে এফ, লিও ক্লাব অফ চিটাগং পারিজাত এলিট-এর ক্লাব এডভাইজর লায়ন হুমায়রা কবির চৌধুরী শিমুল এবং লিও জেলা ৩১৫ বি-৪ এর সম্মানিত জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মো. ইমরান নিকসন। উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ চিটাগং পারিজাত এলিট এর লিও ক্লাব সভাপতি তাহিম উদ্দিন নিহাদ, লিও সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি