লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর বোর্ড ও মাসিক সভা

1

গত ১৯ জানুয়ারি লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর বোর্ড ও মাসিক সভা জিইসিস্থ বনজুর রেস্তোরায় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন মো. তৗফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাদের খান এমজেএফ পিএইচএফ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ-কে লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর ২০২৫-২০২৬ সেবাবর্ষের ২য় ভাইস জেলা গভর্নর পদে মনোনয়ন প্রদান করা হয়। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন নজরুল ইসলাম, গভর্নর এডভাইজার লায়ন আরজু খান এমজেএফ, লায়ন এস এম কামাল হোসেন এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, লায়ন খন্দকার ইসমত আরা বেগম, লায়ন তারেক কামাল, জোন চেয়ারপার্সন লায়ন ইউসুফ চৌধুরী এমজেএফ, লায়ন আরশাদুর রহমান, আইপিপি লায়ন আবুল হাশেম প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে ক্লাব কর্তৃক লায়ন আবু বক্কর সিদ্দিকীকে ২০২৫-২০২৬ সেবাবর্ষে ২য় ভাইস জেলা গভর্নর পদে মনোনয় প্রদান করায় উপস্থিত সকল সদ্যসকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২য় ভাইস জেলা গভর্নর পদে নির্বাচনে জয়ী করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি